সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি

খেলাধুলা ডেস্ক

নিজের জন্মদিনটা দারুণভাবে রাঙালেন বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সের পুরো গ্যালারিকে মাতিয়ে তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন কোহলি।

রোববার (৫ নভেম্বর) ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ইনিংসের ৪৯ তম ওভারে কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটিং সেনসেশন। এই সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৯তম শতক পূর্ণ করেছেন কোহলি। সমান সেঞ্চুরি আছে ভারতীয় আরেক কিংবদন্তি শচীনের। তবে শচীনের চেয়ে অনেক কম সময়েই মাইলফলকে পৌঁছেছেন কোহলি। ৪৯টি সেঞ্চুরি করেতে শচীনের খেলতে হয়েছে ৪৫২টি ইনিংস। তবে কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ২৭৭ ইনিংসে। ডানহাতি এই ব্যাটারের সুযোগ থাকছে শচীনকে টপকে যাওয়ারও। দুর্দান্ত ফর্মে থাকা কোহলি আর একটি সেঞ্চুরি করলেই এককভাবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যাবেন তিনি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button