যশোরে চার দিনব্যাপী আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

যশোরে চার দিনব্যাপী আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু

শিল্প ডেস্ক

ভারত ও বাংলাদেশের চিত্রশিল্পীদের উপস্থিতিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী ও আর্ট ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় যশোর শহরের প্রাচ্যসংঘের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) সহকারী অধ্যাপক, প্রখ্যাত চিত্রশিল্পী এএফএম মনিরুজ্জামান। ‘ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা’ নামে এ আয়োজন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

উদ্বোধনের পরপরই ভারত ও বাংলাদেশের ৪৩ জন চিত্রশিল্পী আর্ট ক্যাম্পে অংশ নেন। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী ও আর্ট ক্যাম্পে অংশ নেওয়া ভারতের ৬০ এবং বাংলাদেশের ২৫ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে।

অংশগ্রহণকারীদের মধ্যে নড়াইল থেকে আসা চিত্রশিল্পী সৌমিত্র মোস্তবি বলেন, ‘এর আগেও আমি প্রাচ্যসংঘে এসেছি। তখন শিল্পী হিসেবে নয়। এবারই প্রথম আর্ট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। অনেক ভালো ভালো শিল্পীর সঙ্গে একই জায়গায় কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম হাফিজুল ইসলাম বলেন, ‘এই প্রথম ভারত-বাংলাদেশের শিল্পীদের আর্ট ক্যাম্পে অংশ নিয়েছি। ঝিনাইদহে থাকি, পড়াশোনা করেছি খুলনা আর্ট কলেজে। যশোর খুব আপন জায়গা। আর্ট ক্যাম্পে আসতে পেরে খুব ভালো লাগছে।’

ভারত থেকে আসা শিল্পী শ্রেয়া হাজরা বলেন, ‘এই প্রথম বাংলাদেশে এসেছি। ভারত-বাংলাদেশ যৌথ আর্ট ওয়ার্কশপে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’

ভারতের আসাম থেকে এসেছেন প্রখ্যাত চিত্রশিল্পী আফতার আলি রাজ। তিনি বললেন, ‘প্রাচ্যসংঘের আর্ট ওয়ার্কশপে এর আগেও এসেছি। এটি আমার ফ্যামিলির মতো খুবই আপন। এখানকার পরিবেশ খুবই সুন্দর। পুরোপুরি শিল্পীর একটি গ্রাম।’

এ বিষয়ে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান বলেন, ‘ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা নামে এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের কাজ শুরু হয়ে গেছে। সকালে উদ্বোধনের পর দুই দেশের ৪৩ শিল্পী ওয়ার্কশপে কাজ শুরু করেছেন। এই প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ৮৫ শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে।’

চার দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প প্রতিদিন (২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রাচ্যসংঘ ও ভারতের চিত্র-অঙ্গন- এ দুটি প্রতিষ্ঠানই ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত একটি প্রতিষ্ঠান। সারা পৃথিবীতে এই বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত ৬ হাজার প্রতিষ্ঠান এবং ৬ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button