ব্রিটেনের নাগরিকত্ব হারালেন ‘আইএস বধূ’ শামীমা - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

ব্রিটেনের নাগরিকত্ব হারালেন ‘আইএস বধূ’ শামীমা

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের নাগরিকত্ব হারালেন ‘আইএস বধূ’ শামীমা বেগম। নাগরিকত্ব ফিরে পাওয়ার আপিল খারিজ করেছেন যুক্তরাজ্যের একটি আদালত। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের রায় অনুযায়ী, তিনি আর ব্রিটেনের নাগরিক নন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব হারানোর বিষয়ে প্রধান বিচারপতি বলেন, শামীমা বেগমের মামলায় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু তার এই অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। তার নাগরিকত্ব কেড়ে নেওয়া বেআইনি ছিল না। তাই আপিল খারিজ করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে স্কুলের দুই বন্ধুর সঙ্গে সিরিয়ায় যান বাংলাদেশ বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শামীমা। সেখানে গিয়ে আইএসের এক যোদ্ধাকে বিয়ে করেন তিনি। তখন জাতীয় নিরাপত্তার অজুহাতে তার নাগরিকত্ব কেড়ে নেন তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

নাগরিকত্ব কেড়ে নেওয়ার পর গত বছর যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে (এসআইএসি) ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন শামীমা। কিন্তু সেখানে হেরে যান তিনি।

নাগরিকত্ব কেড়ে নেওয়ার কারণ উল্লেখ করে কমিশন বলেছে, শামীমাকে জঙ্গি সংগঠনটিতে নিয়োগ দিয়েছিল। তাই তিনি সিরিয়ায় যান। তারপর তাকে যৌন নির্যাতনের জন্য দেশটিতে রেখে দেওয়া হয়। তাই স্বরাষ্ট্রমন্ত্রী জাভিদ তার নাগরিকত্ব কেড়ে নিয়েছেন।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button