হাবু ভাই বলে ডাকে বউও আমাকে - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

হাবু ভাই বলে ডাকে বউও আমাকে

বিনোদন ডেস্ক

গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে অনুষ্ঠান করে নববধূ তুলতুল ইসলামকে ঘরে তুলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে চাষী বলেন, আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি- সেই আগের মতোই আছি আমি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে। এখন আমরা পাঁচজন হয়ে গেলাম।

তিনি বলেন, মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে। আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে। ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনের মতো।

তিনি বলেন, বউ-শ্বশুর-শাশুড়ি সবাই আমার অভিনয়ের ভক্ত। বউও আমাকে হাবু ভাই বলে ডাকে।

প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে চাষীর পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button