বিশ্বজিৎকে বাঁচাতে এগিয়ে আসুন - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

বিশ্বজিৎকে বাঁচাতে এগিয়ে আসুন

নিজস্ব প্রতিবেদক

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য”

চাঁদপুর জেলার মতলব দ:থানার বরদিয়া ঠাকুরবাড়ির শ্রী পরেশ চক্রবর্ত্তী (বিশ্বজিৎ) বেস অনেক দিন থেকে পার্কিংসন রোগে আক্রান্ত থেকে গত ৪ বছর পূর্ব থেকে রক্তে হিমোগ্লোবিন কমে বিছানায় শয্যাশায়ী।

খোজ নিয়ে যানা যায়- মাঝে মধ্যে প্রশ্রাবের সমস্যা নিয়ে কেথেটিনের মাধ্যমে জীবন ধারন করতে হচ্ছে।
গত ৭ বছর পূর্বে পায়ের ডান পাশ্বের কোমড়ে হাড় শুকিয়ে ক্ষয়প্রাপ্ত হয় ও উচ্চমাত্রায় ডায়বেটিক্স থাকা এবং আর্থিক অস্বচ্চলতার কারনে সে ক্ষয়রোধের জন্য চিকিৎসা করা সম্ভব না হওয়ায় হাটাচলায় খুব ক্ষীন হয়ে পড়ে।

বিশ্বজিৎ চক্রবর্ত্তী চাঁদপুরে শ্রী শ্রী কালী মন্দিরে পুরোহিতের কাজে নিয়োজিত ছিলেন অনেক বছর। কিন্তু গত দেড় বছর যাবৎ অসুস্থ হয়ে মন্দিরের কাজে নিজেকে নিয়মিত সক্রিয় রাখতে পারতেন না। কিছুদিন পর পর রক্তশুন্যতা দেখাদিয়ে অসুস্থ হয়ে পড়তেন।

কিছুদিন পূর্বেও পরপর ৯বার ঢাকা মেডিক্যালে নিয়ে রক্ত দেয়া হয়েছে। কিন্তু গত ১৫ দিন পূর্ব এ রোগের ভয়াবহতা দেখা দিলে ঢাকা মেডিক্যাল থেকে PG হাসপাতাল বর্তমান BSMMU হাসপাতালে ভর্তি করাহয়। ভর্তির পর বিভিন্ন টেষ্ট করে ক্যান্সারের জীবানু পাওয়া যায়। PG হাসপাতালে ক্যান্সার ট্রিটম্যান্টের শাখা বা কার্যক্রম তেমনভাবে বিস্তার না হওয়ায় উত্তরা আহসানিয়া ট্রাষ্ট ক্যান্সার হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করলে আহসানিয়া ট্রাষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে। এখন PG তেই ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এমতাবস্থায় রোগীর পরিবার দেশের সকল মানুষের কাছে আবেদন করেছে-মানবিক দৃষ্টিকোন থেকে সবাই যেনো “বিশ্বজিৎ”এর পাশে থাকে।তবে আবার সাভাবিক জীবনে ফিরে যেতে পারে বিশ্বজিত।

ফিরে আসবে বিশ্বজিৎ এর নাবালক দুই সন্তানের কাছে। ফিরে আসবে অসুস্থ বাবা মা এর কাছে। অসহায় স্ত্রী পাবে তার স্বামীকে।
তাই ধর্ম বর্ণ নির্বিশেষে একটু এগিয়ে বিশ্বজিৎদার পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো ।

যোগাযোগঃ বিশ্বজিতেরা স্ত্রী
+8801734983728 (বিকাশ ও নগদ)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button