নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়লো জাবিতে - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়লো জাবিতে

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত ও আ. ফ. ম. কামালউদ্দিন হল-সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে ঢালাইয়ের কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢালাইয়ের কাজ চলার সময় কংক্রিট মিক্সার ঢালাইয়ের পর ভাইব্রেট করতে গেলে ছাদের পশ্চিম ও দক্ষিণ পাশের শাটারিং ধসে পড়ে। খবর শুনে ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং ওই দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

নির্মাণ শ্রমিক মো. জামাল বলেন, কংক্রিট ঢালাইয়ের পর ভাইব্রেট করতে গেলে এ ঘটনা ঘটে। বৃষ্টির কারণে শাটারিংয়ের কাজ ড্যামেজ হয়ে গেছে। সেকারণে এটি কংক্রিটের ভার নিতে পারেনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী ও মসজিদ তদারক কমিটির সদস্যদের উপস্থিতিতে তাৎক্ষণিক এক বৈঠকে সম্পূর্ণ ছাদের শাটারিং খুলে আবার নতুন করে লাগানোর সিদ্ধান্ত হয় বলে জানান মসজিদের ঠিকাদার প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দাইয়ান বিন শাহজাহান।

তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আমাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো ছাদের শাটারিং খুলে নতুন করে লাগাতে হবে। সেটার পর কাজ শুরুর করার কথা বলা হয়।’

ছাদ ধসে পরার কারণ জানতে চাইলে ঠিকাদার দাইয়ান বিন শাহজাহান বলেন, ‘শাটারিং করার পর টানা ১০ দিন বৃষ্টি হয়েছে। এ কারণে পানি জমে কাঠ ভিজে যায়, আর পেরেকের সঙ্গে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণে হয়তো ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে জানতে চাইলে আ.ফ.ম. কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন শনিবার সকালে ধসে পড়া ছাদ পরিদর্শন করেছি। তাদেরকে আবার নতুন করে কাজ শুরু করতে বলা হয়েছে।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button