গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রিয় নেতারা - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রিয় নেতারা

হযরত আলী হিরু, পিরোজপুর

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আ.লীগ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারের কর্মীসভায় নৌকা মার্কার পক্ষে ভোট চাইলেন কেন্দ্রিয়, জেলা ও উপজেলা আ.লীগের নের্তৃবৃন্দ।

সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের বাটনাতলা বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় আ.লীগের কেন্দ্রিয়, জেলা ও উপজেলার নেতাকর্মী এবং ওই এলাকার ভোটারদের ব্যাপক অংশগ্রহনে সভাস্থলটি কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে। ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি অধ্যাপক সঞ্জিব হালদারের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সদস্য শাহ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আ.লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য মো. আনিচুর রহমান, সাবেক এমপি ও আ.লীগের জাতীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজম খান, উপজেলা আ.লীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান ও সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম সহ উপজেলা আ.লীগের নের্তৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। বক্তারা ওই ইউনিয়নের উন্নয়নকে অব্যহত রাখতে আগামী ১৭ জুলাইয়ের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ফারজানা আক্তারকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

প্রসঙ্গত ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রব সিকদার ও ২নং ওয়ার্ডের সদস্য মো. হান্নান শেখের মৃত্যুতে ওই পদ দুটো শুন্য হয়। নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধু আ.লীগ সমর্থিত প্রার্থী ফারজানা আক্তার সহ ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে এবং সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button