মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহ ২ জন নিহত
এস এম সোনিয়া হালিমা হামিদ (কুয়ালালামপুর,মালয়েশিয়া প্রতিনিধি)

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে । দেশটির নেগারি সেম্বিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও নিহত হয়েছেন স্থানীয় একজন লরি চালক। গুরুতর আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
শনিবার (১৭ জুন) এক বিবৃতিতে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলেবু জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। তবে এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১৬ জুন) বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয় এক লরি চালক দুইজন বাংলাদেশি নাগরিককে নিয়ে নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বান জেলা থেকে জেলেবুর কুয়ালা ক্লাওয়াংয়ের দিকে রওনা হয়। পথিমধ্যে বুকিত তাঙ্গা নামক একটি সড়কের মাঝামাঝি পৌঁছানোর পর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নিয়ন্ত্রণ হারানো লরিটি রাস্তার পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে এর ভেতরে থাকা থাকা দুই বাংলাদেশি ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও তার সহকারী বাংলাদেশির মৃত্যু হয়। এতে গুরুতর আহত আরেক বাংলাদেশিকে স্থানীয় জেলেবু হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলেবু হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনা সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসতে বা নিকটস্থ যেকোনো থানায় যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে তারা।





































































