বরিশালের নতুন নগর পিতা খোকন সেরনিয়াবাত
হযরত আলী হিরু, বরিশাল থেকে

বরিশালের সিটি কর্পোরেশনে নতুন নগর পিতা নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
মোট ১২৬ টি কেন্দ্রে খোকন সেরনিয়াবাত তার নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম তার হাতপাখা প্রতীকে ৩৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন। বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
সিটিতে ৩০ টি ওয়ার্ডে ১২৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৮ ৮০৯ জন। নির্বাচনে ৭ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১ শত ১৮ জন এবং সংরক্ষিত নারী পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট কক্ষ ৮৯৪ টি। প্রতিটি ভোট কক্ষে একটি এবং কেন্দ্রে প্রবেশদ্বারে দুইটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রতিটি কেন্দ্রেই ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচিত হয়ে বিজয়কে গনতন্ত্রের বিজয় উল্লেখ করে খোকন সেরনিয়াবাত বলেন, নগরের উন্ননয় সহ নগরবাসীর সকল নাগরিক অধিকার ফিরিয়ে দেয়াই হবে তার মূল কাজ।





































































