বঙ্গবন্ধু বাঙ্গালির জাতিগত পরিচয়-ববি উপচার্য - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

বঙ্গবন্ধু বাঙ্গালির জাতিগত পরিচয়-ববি উপচার্য

হযরত আলী হিরু, পিরোজপুর ॥ বঙ্গবন্ধু বাঙ্গালির জাতিগত পরিচয় এবং তার মাতৃভূমি প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাপূর্ন একটি দেশে পরিণত হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নেতৃত্ব স্বীকৃতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

 

তিনি সোমবার পিরোজপুরের স্বরূপকাঠির শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীন বরন ও বনভোজন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাঙ্গালিদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু অনেক ত্যাগ, কারাবরণ এবং নির্যাতন সহ্য করেছেন।

তিনি কোন দুর্নীতি বা অনিয়মের জন্য নয় শুধুমাত্র বাঙ্গালিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বার বার কারাবরণ করেছেন। ১৯৭৫ সালে ভূমিউপগ্রহ স্থাপনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দেশে প্রথম ডিজিটালের ছোয়া দেন।

 

বর্তমানে তার সুযোগ্যকন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরকে ডিজিটালের আওতায় এনেছেন। ফলে দেশ দিনে দিনে বিশ্বে উন্নত রাষ্ট্রের কাতারে গিয়ে দাড়াচ্ছে। এসময় উপচার্য শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করে মানবসম্পদ হও। তাহলে তোমাদের মাধ্যমেই বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হবে।

 

কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে এবং প্রভাষক মাহমুদুর রহমান খাঁনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. সাহাবুদ্দিন খাঁন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ এ কে এম সামসুর রহমান, ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ, অধ্যক্ষ মো. কামাল হাওলাদার ও প্রভাষক আব্দুস সালাম সিকদার প্রমুখ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button