মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে বসছে দেশীয় পণ্যের মেলা - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে বসছে দেশীয় পণ্যের মেলা

এস এম সোনিয়া হালিমা হামিদ, (কুয়ালালামপুর,মালয়েশিয়া প্রতিনিধি)

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে বসছে দেশীয় পণ্যের মেলা।

মালয়েশিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী উদ্যোক্তাদের আয়োজনে উই হাটবাজার’ নামে দেশীয় পণ্যের মেলা। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই ) এর উদ্যোগে শনিবার (১০ জুন) দিনব্যাপি এ মেলার আয়োজন করা হচ্ছে।
কুয়ালালামপুরে বুকিত বিংতানের ভি আইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা করেন ঢাকা থেকে আগত উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।
তিনি জানান, জি টাওয়ারের বলরুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলা এ মেলায় অংশ নিচ্ছে, দেশ এবং প্রবাসের নারী উদ্যোক্তারা।
এ সময় আয়োজকরা জানান, আকর্ষণীয় মূল্যে বিদেশে বসে দেশীয় পণ্য কেনার সুযোগ মিলবে এবারের মেলায়। বিভিন্ন স্টলে থাকছে খেঁজুর- কাঁঠাল থেকে শুরু করে সব ধরণের আচার, নিজস্ব ডিজাইনের ব্লক কুর্তি, টাঙ্গালের শাড়ি, জামদানি, নকশিকাঁথা, মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি কাপড়, দেশীয় অলংকার, হস্তশিল্পের জিনিসপত্র।
উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার বলেন, উই হাটবাজার মেলার এ ধরনের উদ্যোগ প্রবাসী নারীদের আরো উদ্বুদ্ধ করবে এবং দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে।
ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে বলে তাদের বিশ্বাস। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি, দেশীয় পণ্যের প্রসার এবং প্রবাসী নারীদের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই মূলত উই হাটবাজারের উদ্যোগে আজকের মেলার আয়োজন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button