উৎযাপিত হলো খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

উৎযাপিত হলো খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী

মোঃ রবিউল হোসেন খানঃ খুলনাঃ খুলনা বিশ্ব্যবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন,সমাজের পরিবর্তনের সাথে আমাদের পরিবর্তন হতে হবে।

বিশ্ব্যবিদ্যালয়ের গ্রাজুয়েটদের ও সেভাবে তৈরি করতে হবে। বিশ্ব্যবিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের যে অগ্র‍্যযাত্রা শুরু হয়েছে সকলের পারস্পরিক সহযোগীতায় তা অব্যাহত রাখতে হবে।তিনি বলেন লেখাপড়ার মুল উদ্দেশ্যে চাকুরী হওয়া উচিত নয়। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হতে হবে।

উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ করে কৃষিক্ষেত্রের বহুমুখী সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন।

গতকাল সকাল সাড়ে ৯ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকতআলী মিলনায়তনে খুলনা বিশ্ব্যবিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

 

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ এগ্রোটেকনোলজি সিলভার জুবিলি- ২০২৩ ‘ নামে দিন ব্যাপি এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

উপাচার্য আরো বলেন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনািরা দেশ ও বিদেশের নানা প্রতিষ্ঠান ও সংস্থায় সুনামের সাথে কাজ করছেন।এতে তাদের জানার পরিধি ও বৃদ্ধি পাচ্ছে। তাদের সুনামে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন তথা খুলনা বিশ্ব্যবিদ্যালয় গর্ববোধ করছে।

 

তিনি বলেন খুলনা বিশ্ব্যবিদ্যালয়ে গবেষণায় যে অধিক বরাদ্দ পাওয়া গেছে তার কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।তিনি বিশ্ব্যবিদ্যালয় গুলোতে গবেষণায় জোর দিয়েছেন। খুলনা বিশ্ব্যবিদ্যালয়ের সার্বিক বাজেট বরাদ্দ ও অতীতের তুলনায় অনেক বেড়েছে। উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক।যার কারনে করোনা মহামারীসহ বৈশ্বিক নানা প্রতিকুল পরিস্থিতির মধ্যে ও দেশের অর্থনীতি সঠিক অবস্থানে রয়েছে।

 

কৃষি গবেষণা ও গবেষণা ফলের কারনে দেশ খাদ্য সয়ংসম্পুর্নতা ধরে রেখেছে। এ জন্য দেশের কৃষক সমাজ ও কৃষিবিদদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি বলেন দেশ প্রমিক দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ব্যবিদ্যালয়ের।খুলনা বিশ্ব্যবিদ্যালয় সে লক্ষে এগিয়ে যাচ্ছে।

 

ইতিমধ্যে বিশ্ব্যবিদ্যালয়ের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় ২৯ টি ডিসিপ্লিনের বিশ্বমানের ওবিই কারিকুলা প্রনিত হয়েছে।যা বাংলাদেশের বিশ্ব্যবিদ্যালয় সমুহের মধ্যে দৃষ্টান্ত।

 

অনুষ্ঠানে এ বছর উপাচার্য এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই এ্যাসোসিয়েশন থেকে স্কলারশিপের জন্য চারজন শিক্ষার্থীর নাম ঘোষনা করেন এবং তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত থেকে স্মৃতিচারন করেন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন (ভারপ্রাপ্ত) প্রফেসর গোলাম কুদ্দুস।সভাপতিত্ব করেন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শামিম আহমেদ কামাল উদ্দিন খান।অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রজত জয়ন্তী উৎযাপন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মতিউল ইসলাম।

 

অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইগন উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯ টায় রজতজয়ন্তী উপলক্ষ্যে বেলুন,ফেস্টুন, ও পায়রা উড়িয়ে বনাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য। পরে তার নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ ছাড়া অন্যান্য কর্মসুচীর মধ্যে রয়েছে স্পোর্টস,নতুন কমিটি গঠন,র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো‍্যযাত্রা ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button