আমিনুল ইসলাম: ঢাকা ১৮ আসনের সাতটি থানা নিয়ে গঠিত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম উত্তরা প্রেসক্লাবের ২০২২/২৩ নির্বাচনে সভাপতি পদে বদরুল আলম মজুমদার ও দ্বিতীয় বারের মত সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসাইন।
শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ উত্তরা গার্লস হাইস্কুলে ডিজিটাল পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকট আরিফুর রহমান এর নির্দেশনায় সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুপুরে এক ঘন্টা নামাজের বিরতি দিয়ে শান্তি পুর্ণ ভাবে চলে ভোট গ্রহন।
ডিজিটাল পদ্ধতিতে ভোট গননা শেষে রাত আট টায় বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। নির্বাচনে ১১০ জন ভোটারদের মধ্যে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।১ জন সদস্য অসুস্থ থাকায় ভোট কেন্দ্রে আসতে পারেনি,এছাড়া ১০৯ জন সদস্য তাদের ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র রিপোর্টার বদরুল আলম মজুমদার।
এবং ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক যুগান্তর এর উত্তরখান (ঢাকা) প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসাইন প্রতিষ্ঠা কালিন গত কমিটিতেও সাধারন সম্পাদক নির্বাচিত ছিলেন।
এছাড়া বাকি বিজয়ীরা হলেন, সহ সভাপতি পদে দৈনিক নওরোজ এর রিপোর্টার রিপন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন বার্তা’র নির্বাহী সম্পাদক এহসান মাহতাব ফারাহী,সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ইত্তেফাকের মুহাম্মদ জাহাঙ্গীর কবির, অর্থ সম্পাদক পদে সংবাদ দিগন্ত’র সিনিয়র রিপোর্টার সাকিবুল হাসান,দপ্তর সম্পাদক বৈশাখী টেলিভশন’র ষ্টাফ রিপোর্টার জেমস এ কে হামিম ,প্রচার সম্পাদক পদে আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সৈয়দ ইদ্রিস আলী নির্বাচিত হন।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করা হয় সাবেক মহিলা সম্পাদক – মাইটিভি প্রতিনিধি মাহমুদা আক্তার পুষনকে।