হযরত আলী হিরু, পিরোজপুরঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে আন্তর্জাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে পাঁচ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা কামারুন কবির নিপু এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন ও প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।
সংবর্ধিতরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ফারুমা ইয়াসমিন, ছালেহা খাতুনকে শিক্ষা ও চাকুরি, আসমা বেগমকে সফল জননী, মোসা. নুপুরকে নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় ও ফরিদা বেগমকে সমাজে উন্নয়নে অবদান রাখায় সন্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে সংবর্ধিতদের সনদ, সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়