হযরত আলী হিরু, পিরোজপুরঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে ওই দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধাঘন্টাব্যাপি ওই মানববন্ধনে সরকারি কর্মকর্তা – কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক হযরত আলী হিরু এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পৌর মেয়র মো. গোলাম কবির, মহিলা ভাইস চেয়াম্যান নার্গিস জাহান , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর , সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন,প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।