মোঃ খোকন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
আজ ৯ ই ডিসেম্বর শুক্রবার পটুয়াখালী দূর্নীতি দমন কমিশনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সোনালী ব্যাংক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশনে উপপরিচালক মোঃ মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন ডঃ এস.এম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান।
এসময় জেলা দুর্নীতি কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।