মোঃখোকন হাওলাদার,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সাথে পটুয়াখালী প্রেস ক্লাব এর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে ও পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ হুমায়ুন কবির ও পটুয়াখালী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেস ক্লাব এর কার্য্যকরী কমিটির বর্তমান সভাপতি কাজী সামসুুুর রহমান ইকবাল, সহ- সভাপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, মোঃ জাকির হোসেন, আলহাজ্ব গোলাম কিবরিয়া, স্বপন ব্যার্নাজী ও সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন।
উক্ত মতবিনিময় সভায় পটুয়াখালী প্রেস ক্লাব এর বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।