হযরত আলী হিরু, পিরোজপুরঃ নিখোঁজের ৪ দিন পর পিরোজপুরের ছারছিনা দরবার শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে এসে, সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ঢাকা কেরানীগঞ্জের খানকায়ে ছালেহিয়া দীনিয়া মাদরাসার ছাত্র তাওসিফের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
শনিবার দুপুরে ডুবে যাওয়ার স্থান থেকে তিন কিলোমিটার দুরে জলাবাড়ী এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ছারছীনা দরবার শরীফে নিয়ে গেলে সেখানে জানাজা শেষে তার পিতা মো. শফিকুল ইসলামের কাছে তার লাশ হস্তান্তর করা হয়।
তার পিতা মো. শফিকুল ইসলাম জানান, তাওসিফের লাশ তার বিদ্যাপীঠ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ (সাতপাখি) শুভাঢ্যা নেওয়া হবে।
এরপর তাকে তার নিজবাড়ী চাঁদপুরের শাহরাস্তি এলাকায় নিয়ে দাফন করা হবে। নেছারাবাদ থানার ওসি অবির মোহাম্মদ হোসেন জানান, ঘটনার পর থেকে পুলিশ সার্বক্ষনিক টহল দিয়েছে। দুপুরে লাশ উদ্ধার করে দরবার শরীফে নেওয়া হলে কারো কোন প্রকার দাবী অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাওসিফের লাশ তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য ছারছীনার দরবার শরীফের বার্ষিক মাহফিলে এসে গত ৩০ নভেম্বর তাওসিফ তার দুই বন্ধুর সাথে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমেছিল।
এসময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তাওসিফ স্রোতের টানে ডুবে যায়। সেই থেকে সে নিখোঁজ ছিল। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল বার বার চেষ্টা চালিয়েও তার লাশ উদ্ধার করতে পারেনি। আজকে সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়