ওয়াসিম ফারুক, বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার গাওদিয়া ইউনিয়ন (গাওদিয়া বাজার জামে মসজিদ) এর সভাপতি সেক্রেটারি পদ গঠন নিয়ে গত শুক্রবার জুম্মার নামাজের পর সংঘর্ষ হয় এতে গাওদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ তোবারক ঢালী সহ ৫ জন আহত হয়েছে।
আহত চার জনকে স্হানীয় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হলেও ইউপি সদস্য তোবারক ঢালী ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
গাওদিয়া বাজার জামে মসজিদ কমিটি গঠন নিয়ে গত কাল শুক্রবার জুম্মার নামাজের পর বর্তমান কমিটির সভাপতি মোঃ আকরাম খানের বাড়িতে আলোচনায় বসে মসজিদের মুসল্লিরা। এতে কমিটির পদ গঠন নিয়ে কথা বলার পর আকরাম খানের বাড়ীর বাইরে দুপক্ষের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহতিতে রূপ নেয়।
হাতাহাতির এক পার্যায়ে প্রতিপক্ষের রডের আঘাতে আহত হয় গাওদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ তোবারক ঢালী। এই ঘটনায় তোবারক ঢালীকে তার আত্মীয় স্বজন উদ্ধার করতে আসলে প্রতিপক্ষের হামলায় আহত হন মোঃ রতন ঢালী (৩৫),মোঃ রনি ঢালী (৩২) মোঃ আনিস শেখ (৩২) মোঃ আলামিন বেপারী (২৮)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় তার মধ্যে মোঃ তোবারক ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন অবস্থায় তোবারক ঢালির সাথে কথা বললে তিনি জানান আকরাম শেখের বাড়িতে জুড়ি বোর্ড বসলে হঠাৎ করে বাড়ির বাহিরে হট্টগোল শুনতে পাওয়া যায়।
ব্যাপারটা দেখার জন্য আমি বাড়ির বাহিরে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় সাবেক ইউপি সদস্য সিরাজ ব্যাপারীর লোকজন। পরে আমাকে রক্ষার জন্য আমার সাথে থাকা রতন ঢালী, রনি ঢালী আনিস শেখ এগিয়ে আসলে সিরাজ বেপারীর লোকজন তাদের উপর হামলা চালায়। এতে আমার সাথে থাকা সবাই কম বেশি আহত হয়। এই হামলা পুর্ব পরিকল্পনা মতো করা। আমি এর বিচার চাই।
অন্য পক্ষের সাবেক মেম্বার মোঃ সিরাজ, বাবুল আহমেদ (৪৭) সিপু (৩৫) আহত হয়, ওনারা বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে সিরাজ মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান তোবারক মেম্বার উস্কানি দিয়ে লাঠি হাতে ধাওয়া করলে উত্তেজিত গ্রামবাসী বাধা দেওয়ার চেষ্টা করে এতে তিনি আহত হন, আমি শুনেছি তোবারক মেম্বার জন রোষানলের শিকার ।
গাওদিয়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে ই ঝগড়ার সূত্রপাত।সভাপতি ও সাধারণ সম্পাদক কাকে দেওয়া যায় এই বিষয়বস্তু নিয়ে জুম্মার নামাজের পর বসা হয়। এলাকাবাসী বলেছে এই বিষয়গুলো নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি ও দুই গ্রুপে সংঘর্ষ। সিরাজ মেম্বার গ্রুপ তোবারক মেম্বার গ্রুপ দুই গ্রুপের মধ্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই হিংসা প্রতিহিংসা চলে আসছে। কোন ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছিল না। লৌহজং থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে লৌহজং থানায় তোবারক মেম্বার এর পক্ষ থেকে তার স্ত্রী মোসাঃ সুরাইয়া বেগম ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনদের বিরুদ্ধে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লৌহজং অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দু্ল্লাহ আল তায়াবীর বলেন, ঘটনা স্হলে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।