হযরত আলী হিরু,পিরোজপুরঃ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ৪নং আটঘর – কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ ভবনে চুরি সংগঠিত হয়েছে।
চোরেরা পরিষদ ভবনের আইপিএস ও সোলারের ৫ টি ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। এছাড়াও চোরেরা ওই ভবনের ৫টি রুমের তালা ভেঙে রুমের আসবাবপত্র ও বহু কাগজপত্রের ক্ষতি সাধন করছে।
এ ঘটনায় পুলিশ পরিষদের পাহারাদার মো. নুরুজ্জামান ও গৌতম নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার জানান,বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় কে বা কারা পরিষদের ভবনের ৫টি রুমের তালা ভেঙে আসবাবপত্র সহ কাগজপত্রের ব্যাপক ক্ষতি করে।
এছাড়াও তারা প্রায় একলক্ষ টাকা মূল্যের ৪টি আইপিএস এর ব্যাটারী ও ১টি সোলারের ব্যাটারী নিয়ে যায়। ঘটনাটি উদ্দেশ্য প্রোনোদিত চুরি হতে পারে বলে তিনি সন্দেহ পোষন করেন। এঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলেও জানান চেয়ারম্যান।