পটুয়াখালীতে আর্জেটিনার ২০ হাজার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

মোঃ খোকন হাওলাদার(পটুয়াখালী প্রতিনিধি) ঃ বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে পটুয়াখালীতে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেটিনার সমর্থকরা।
রবিবার বিকাল ৪ টায় পৌর শহরের ঝাউতলা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় শত শত মটর সাইকেল, বাইসাইকেল, রিকসা,পিকাপ নিয়ে যে যেভাবে পেরেছে অংশ গ্রহণ করেছে।
ছোট বড় বৃদ্ধ যুবক,ছেলে মেয়ে নানান ভাবে সেজে গুজে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। সকলের গায়ে আর্জেন্টিনার জার্সি পরে কারো হাতে বাংলাদেশের পতাকা কারো হাতে আর্জেন্টিনার পতাকা আবার কারো মুখে ভুভুজেলা বাঁশি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লঞ্চঘাট ঘুরে শুরুর স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আর্জেটিনার খেলোয়ার মেসির প্রতিকী ছবি এবং ১শ‘ ফুট দৈর্ঘ্যের তিনটি পতাকা প্রদর্শন করা হয়। এসময় ঢাক ঢোলের বাদ্যে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে আর্জেটিনার সব বয়সের ভক্তরা।
সকলের মুখে মেসি মেসি, আর্জেন্টিনা আর্জেন্টিনা শ্লোগান শোনা যায়। শোভাযাত্রায় প্রায় ২০ হাজার আর্জেটিনার সমর্থক অংশগ্রহন করেছে বলে দাবি করেছেন আয়োজকরা।
শোভাযাত্রায় অংশ গ্রহণ করা সকলেরই মুখে একটি কথা এবার বিশ্বকাপটা মেসির হাতে উঠুক, এবারের বিশ্বকাপে মেসির জিতুক । যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রায় পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।