ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লৌহজং উপজেলার আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক বাবুর অকাল মৃত্যু - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লৌহজং উপজেলার আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক বাবুর অকাল মৃত্যু

ওয়াসিম ফারুক, বিশেষ প্রতিনিধিঃ দেশের ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ভাবে বেড়েই চলছে। দেশে প্রতিদিন ই আক্রমণ ও মৃত্যুর সংখ্যা উপরের দিকে। ডেঙ্গু নিয়ে স্হানীয় সরকার বিভাগের মনোভাব উদাসীন। গত ৩১ অক্টোবর রাতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম কুমারভোগের আব্দুল মান্নান বেপারীর ছেলে আতিকুর রহমান বাবু বেপারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

গত ২৬ অক্টোবর বুধবার বাবু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। অবস্থা সংকটাপন্ন হলে বৃহস্পতিবার তাকে আইসিওতে নেয়া হয়। সেখানে অবস্থা আরো খারাপের দিকে গেলে শুক্রবার বাবুকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনদিন লাইফ সাপোর্টে দিয়ে রাখার পর ৩১ অক্টোবর রাতে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত্যু ঘোষনা করেন।

আতিকুর রহমান বাবুর অকাল মৃত্যুতে লৌহজংয়ে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমেলি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, সহ সম্পাদক মর্তুজা খান, অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান, প্রবীন সাংবাদিক অলক কুমার মিত্র লৌহজং প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি ওয়াসিম ফারুক প্রমুখ শোক বার্তা জানান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button