সৈয়দ আহমদ ভূঁইয়ার জানাজায় জনসমুদ্র - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

সৈয়দ আহমদ ভূঁইয়ার জানাজায় জনসমুদ্র

 মো: রিপন মিয়া (আশুলিয়া): ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ সৈয়দ আহমদ ভুঁইয়া দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন পরপারে (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল চার ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার দিবাগত রাতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের জামগড়া কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজ পড়ান গাজীরচট মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল গাজীরচট ভুইঁয়াবাড়ীর কৃতি সন্তান মাওলানা মোঃ মোফাজ্জল হোসেন ভুইঁয়া।

 

এসময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ দেওয়ান, আশুলিয়া থানার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আপামর জনগন।

 

মরহুম সৈয়দ আহমদ ভুঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, সৈয়দ আহমদ ভুঁইয়া একজন ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে ইয়ারপুর বাসী একজন সত নীতি বান অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ তৃণমূলের একজন একনিষ্ঠ নেতাকে হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক শপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button