মীরসরাই ড্রেজার ডুবিতে ৪ জনের জানাযায় পটুয়াখালীতে হাজারো মানুষের ঢল

মোঃ খোকন হাওলাদার (পটুয়াখালী জেলা প্রতিনিধি) ঃ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্রগ্রামের মীরসরাই সাগর মোহনায় ঝড়ের তান্ডবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন উল্টে ৮ জন শ্রমিকের অকাল মৃত্যু ঘটে।
এদের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করে পটুয়াখালীতে আনা হয়। আজ বৃহষ্পতিবার সকাল ৭.৩০ মিনিট সময় পটুয়াখালী জেলার ৬ নং জৈনকাঠী ইউনিয়নের চর জৈনকাঠীর কাটাখালী গ্রামের মোল্লা বাড়ির সামনের সড়কে ইমাম হোসেন (২৫) ও আল আমিন (২০) এর জানাজা নামায অনুষ্ঠিত হয়।
এর পর কাটাখালী বাজারে জাহিদুল ইসলাম ও মাহমুদের জানাজা নামায অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হাই, জৈনকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোহসীনসহ হাজার হাজার শোকার্ত মানুষ জানাজায় অংশগ্রহন করেন।
জানাজা পূর্ব সহকারী কমিশনার মোঃ আব্দুল হাই, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে নগদ ১০ হাজার টকা করে সহায়তা এবং মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে জানান, ড্রেজার মেশিনের মালিক ও ঠিকাদার নিহত পরিবারের প্রতি পরিবারকে এক লক্ষ করে টাকা প্রদান করবে। এ ছাড়া পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও ড্রেজার মেশিনের মালিক পক্ষের লোকজন বাকি ৪ জনের লাশ উদ্ধার অভিযান অব্যাহত আছে|