কবিতা: ৭ই মার্চের চেতনার ধ্বনি
লেখক: মোঃ জাহাঙ্গীর আলম
আমার নিষ্পাপ শিশুর সুখের তরে,
ভাবিতে আছি আমি।
বাংলার মানচিত্র এইতো ওদের আগামী দিনের ভবিষ্যৎ।
দেখি চেয়ে আঁখি মেলে কেমন আছে বাংলা মা-মাটি।
পদ্মা যমুনা মেঘনা রূপালী নদী সৈকত আর বহু মুখি জলের ঝর্ণায়।
সবুজ ঘাসে শিশির বিন্দু,
প্রভাতে রৌদ্রের হয় মিতালি।
রাতে হাসনা হেনা,
দিবসের নব লগ্ন, বকুল ফুলের সৌরভ।
বাহ্ চমৎকার আমার মাতৃভূমি,
কি করি হায়,
এখন আমি শিশুর হাতে দেব কি?
প্রকৃতি দর্শনে হয় স্বর্গ পুরী,
নিত্য কার্য্যে প্রাকৃতি হয় নরক বাসি।
বাংলা আমার মায়ের ভুমি,
মায়ের সম্মান কেমনে রাখি।
দেশে ডুকেছে বহু বিজাতি,
মা বোন দেশ বাসি,
করিবে হরন ইজ্জত খানি৷
আকাশে উরে জঙ্গি শকুন,
খাবে ওরা মানুষের জীবন।
রক্ষা কবজ কে হবে তখন বাংলা সন্তান বাঙালি মুজিব,
ঐক্যের ডাক ৭ই মার্চ,
বঙ্গ বন্ধু ঐক্যের হাল,
লাটি চটা গরু পাচন,
এই অস্ত্র হাতের ভল,
বাঙালি জাতি ঐক্য দল,
পাক বাহিনীর হস্তে সিকল,
জয় বাংলা জয় ধ্বনি,
বিদায় নিলো পাক বাহিনী ৭ই মার্চ অমর বানী।