কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস পালিত - সংবাদ দিগন্ত ।। অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত

কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বড়গোপালদী গ্রামে রাজস্ব খাতের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে ধান ফসল প্রদর্শনীর ব্রি ধান-৮৭ উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

 

বুধবার সকাল ১০ টার দিকে বরগোপালদী গ্রামের বেল্লাল ভুঁইয়ার বাড়িতে দশমিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাফর আহমেদ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ খায়রুল ইসলাম মল্লিক, আরো উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার প্রদিপ কুমার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নুরুল ইসলাম গাজী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আবু হানিফ হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা( বড়গোপালদী ব্লক) মোঃ আনোয়ার হোসেন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুজাফর হাওলাদার, সহ আরো অনেকে।

 

এ সময় কৃষক মোঃ বেল্লাল ভুঁইয়া ব্রি ধান-৮৭ চাষ করে সফলতার কথা সকলের সামনে তুলে ধরেন। পরে মাঠ দিবসে আগত সকল কৃষক কৃষাণীদের মাঝে ব্রি ধান-৮৭ উৎপাদন এর ব্যাপারে আমন্ত্রিত অতিথিরা ব্যাপক আলোচনা করেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button