ডিভোর্স দেওয়ার প্রতিশোধে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

শাকিবুল হাসান: রাজধানীর তুরাগ থানাধীন আহালিয়া এলাকায় বাসা থেকে দোকানে সদাই কিনতে যাওয়ার পথে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে আকলিমা (২০) নামে এক তরুণী মৃত্যু হয়। মৃত আকলিমা বরিশালের ভোলা জেলার দুলারহাট থানার , আহম্মত পুর গ্রামের আব্দুল কাদের ও রাবেয়া খাতুনের মেজো মেয়ে। আকলিমা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার কারণেই প্রতিশোধ নিতে স্বামী একরাম (২৭) পিতা: জয়নাল আবেদীন চাপ রাশি, মাতা: রোকেয়া,এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা যায়।
গত ২০১৮ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে একই এলাকার ছেলে একরাম চাপরাশি (২৭), এর সাথে মৃত আকলিমা পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যৌতুকের দাবি ও স্বামীর নির্যাতন এবং শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে গত ২ ই আগস্ট মৃত আকলিমা নিজেই ডিভোর্স দিয়ে দেয় স্বামী কে।
ডিভোর্স দেওয়ার ৪ মাস পর গত ২৪ ই ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ টা ১৫ ঘটিকায় তুরাগের আহালিয়ায় রাস্তায় একা পেয়ে আকলিমা বড় ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় স্বামী একরাম চাপরাশি। তৎক্ষণাৎ এলাকাবাসী একরামকে ধরতে গেলে তাদেরকেও ছুরি আঘাত করার চেষ্টা করে। এরপর এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় দ্রুত আকলিমা নিকটবর্তী উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যায় সেখান থেকে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা কে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে রাত ১ টায় টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হসপিটালে উপস্থিত হোন তুরাগ থানা উপ পুলিশ পরিদর্শক মোঃ মুশফিকুর রহমান। পরবর্তীতে লাশের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সেই রাতেই মৃত আকলিমার পিতা জয়নাল আবেদীন নিজে বাদী হয়ে স্বামী আকরাম সহ অজ্ঞাত ২ জন কে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।