মোঃ রিপন মিয়া সিনিয়ার স্টাফ রিপোর্টার:সাভারে ইউআইটিআরসিই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় সাভার উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিসের ল্যাব ভবনে।
২৪ ডিসেম্বর (শনিবার) প্রশিক্ষন কর্মশালা কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (গ্রেড-১) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
ইউআইটিআরসিই, ব্যানবেইস সাভার উপজেলার সহকারী প্রোগ্রামার এইচ এম ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিএসএসআর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. নূরুল আমিন চৌধুরী।
প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজিজ, সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী আহসান, গবেষনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রোগ্রাম অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, ব্যানবেইস ঢাকা এর সহকারী পরিচালক সাবের মাহমুদ, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুশ শিহার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আইয়ুব খান, প্রকল্প অফিসার মাহফুজা খানমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (গ্রেড-১) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে সারা দেশব্যাপি শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা মারাত্মকভাবে ব্যহত হয়। স্থবির হয়ে পড়া শিক্ষা কার্যক্রমকে পূনঃরুদ্ধারের জন্য এই প্রশিক্ষন কর্মশালা অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশা করি।