খোকন হাওলাদারপ,টুয়াখালী জেলা প্রতিনিধিঃপ্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার লক্ষে আমরা সংলাপে আসার জন্য বার বার চিঠি দিয়েছি তারা তা প্রত্যাখ্যান করেছেন।
তারা বর্তমান নির্বাচন কমিশন ও সরকারকে অপসারণ চান। তারা এই সিইসি কে বাদ দিয়ে নতুন একটি সিইসির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন এখনও তাদের নির্বাচনে আসার জন্য দেয়া ও সরকারের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে।
তিনি আরও বলেন প্রধান বিরোধী দল সহ সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনের যদি অংশগ্রহণ না করে তাহলে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা খর্ব হবে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, ৫০ আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের সক্ষমতা রয়েছে। ১৫০ আসনে ইভিএমএ নির্বাচন গ্রহনের লক্ষে নতুন ইভিএম মেশিন ক্রয়ের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে সরকারের অর্থনৈতিক স্বক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করা হচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় অনান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিবলায় এর সচিব জাহাংগীর আলম, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।