মোঃ খোকন হাওলাদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে সার্কিট চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ৬জন জয়ীতাকে ক্রেষ্ট প্রদান করা হয়।