ওয়াসিম ফারুক, বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১ হাজার ৭০০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) ধান বীজ ও সার এবং হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এসব বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। প্রধান অতিথি সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি এর উপস্থিতিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১ বিঘা ধান আবাদের জন্য ৮৫০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি উফশী ধান বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং একইসাথে ৯৫০ কৃষককে ২ কেজি হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।