পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ খোকন হাওলাদার (পটুয়াখালী জেলা প্রতিনিধি):
পটুয়াখালীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনএমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, প্যানেল মেয়র মোঃ দেলোয়ার হোসেন, যুব সংগঠন সমূহের পক্ষে আফরোজা আকবার। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয় অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক বদরুল আমিন শামিম খান।