কবিতাঃ পদ্মা হৃদয়ের বন্ধন
লেখকঃ নিহার বিন্দু বিশ্বাস
হৃদয়ের সাথে মিশে আছো তুমি
হে পদ্মা,
তুমি আজ মিশে আছো সারা বাংলার
মানব মনে
তুমি পদ্মা পাড়ের দুকুল করেছো বন্ধনে আকুল
সারা বিশ্ব তোমায় দেখে হয়েছে উচ্ছলতায় ব্যাকুল।
দশলাখ মানুষ হলো তোমার দু-কূল
তোমার প্রশংসা গীতে হয়নি কারো ভুল।
বাঙালির টাকায় স্বপ্ন তোমার পূরণ হলো আজি
উদ্বোধনে সমারহে বসে আছো সাজি।
তোমার বুকের খরস্রোতায় মহাবিশ্ব কাঁপে
তুমি উদার ছিলে বলে সেতু হলো মেপে।
তোমার দয়ায় সারাবাংলা এক হয়েছে আজ
ওপার বাংলা যুক্ত হলো সড়ক পথে রাজ।
দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আর নয় তো দূরে
উন্নয়নে দেশ গড়বো আমরা একই সুরে।
একশো বছর আয়ু তোমার দিলো তবে বেঁধে
দীর্ঘজীবী আরও হবে ভয় পেও না কেঁদে।
বাংলা আজি মাতোয়ারা তোমায় নিয়ে সবে
বিশ্বে তুমি মান রেখেছো অদ্বিতীয় তবে।
হে পদ্মা,তুমি পূর্ণ যৌবনা হৃদয়ের পটে
তুমি আজি বাঙালির গর্ব নিসন্দেহে বটে।
দেশকর্তার বদৌলতে মুক্ত আজি দ্বার
দেশ সেবায় আজি থেকে নিলে তুমি ভার।
নেইকো তোমায় কিছু বলা
জয় হোক তোমার পথচলা।।
২৫০৬২০২২
দুপুর ১১ টা