মোঃ রবিউল হোসেন খান, খুলনাঃ গণমানুষের সংগঠন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন সংগ্রাম,অর্জনে মানুষের পাশে মানুষের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খালিশপুর থানা আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামীলীগ, সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিকাল ৫টায় সমাবেশ ও র্যালীর আয়োজন করা হয়।খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ কে এম সানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুুলনা মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, ফারুক হাসান হিটলু।অন্যান্যদের মধ্যে ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র -৩ মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর পারভীন আক্তার, জুবায়ের হোসেন,নুর তালাত মাহমুদ পাবেল,জাহিদুর রহমান সেন্টু, ১০নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইমরুল হাসান, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, আব্দুল মজিদ বকুল, আব্দুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তার লিটন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকির হোসেন, কাউন্সিলর ওয়াদুদ মুন্সি, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এস এম মোরশেদ আহম্মেদ মনি, কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, যুবলীগ নেতা কাজী রাশেদ, সেচ্চাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম অভি, মৎস্যজীবী লীগ নেতা মোঃ রবিউল হোসেন খান,শরিফুল ইসলাম বুলবুল, আরমান আলী, মাজারুল ইসলাম আজাদ, উওম সরদার,পুতুল আক্তার সহ আওয়ামী লীগ থানা,ওয়ার্ড ও বিভিন্ন সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে থানা আওয়ামী লীগ হতে র্যালীটি খালিশপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউজপ্রিন্ট গেটস্থ শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
