মোঃ রবিউল হোসেন খান, খুলনাঃ আজকের পর থেকে আমরা কোন মুসলমান ভারতীয় কাপড় দিয়ে পাঞ্জাবী তৈরি করব না,স্ত্রী, কন্যাদের ভারতীয় কাপড়ের থ্রি -শাড়ি কিনে দিব না, ভারতীয় কোন টিভি চ্যানেল আমরা দেখব না। এভাবে আমরা ভারতীয় সকল পন্য বর্জন করব।আর এটাই হবে এখন আমাদের জন্য বড় জিহাদ।এভাবে ভারতীয় পন্য সামগ্রী ব্যাবহার না করতে বলা হয়েছে ইমাম পরিষদের সমাবেশ থেকে।ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাএ নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে অবমাননাকর মন্তব্যর প্রতিবাদে নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর মসজিদ চত্বরের শপিং কমপ্লেক্সে সামনে দুপুর আড়াই টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ অঙ্গিকার করা হয়।খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ সালেহ।তবে বায়তুন নুর মসজিদ সংলগ্ন সমাবেশ থাকলেও ধর্মপ্রান মুসল্লীদের অংশগ্রহনে ফেরিঘাট থেকে জোড়া গেট পর্যন্ত সমাবেশ স্থল বিস্তৃত হয়।ফলে নগরীর ময়লা পোতা মোড়,সোনাডাঙ্গা বাসটার্মিনাল ও ফেরিঘাট থেকে জোড়া গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ স্মরনকালের সেরা জনসমুদ্রে পরিনত হয়। সমাবেশ বক্তারা বলেন,ভারতের বিজেপির মুখপাএ নুপুর শর্মা মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কটুক্তি ও মিথ্যাচার করেছে।তাকে কারাগারে পাঠালে ও এর শাস্তি হবে না। রাসুল (সাঃ) অপমানকারীর শাস্তি হবে ‘কতল’ করা।এ ধরনের শাস্তি হলে আর কেউ দুঃসাহস দেখাতো না।বক্তারা ব্যাবসায়ীদের উদ্যোশ্য সকল ভারতীয় পন্য আমদানী বন্ধের আহবান জানিয়ে বলেন, মুসলিম ব্যাবসায়ীরা ভারতীয় পন্য আমদানী করবেন না। আর এটা হচ্ছে ঈমানের দাবী। আমরা যদি ভারতীয় পন্য বর্জন করে এখনই এ জিহাদ না করতে পারি তাহলে মিছিল সমাবেশ করে কোন লাভ নেই।নেতৃবৃন্দ ভারতকে অর্থনেতিক ভাবে দুর্বল করতে ভারতীয় পন্য বর্জনের পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে সরকারের প্রতি আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা জেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ মাওলানা মোস্তাক আহমেদ, অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লা,সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা নাসির উদদীন কাসেমী, অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ,হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মোল্লা মেরাজুল হক,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, সাইখুল ইসলাম বিন হাসান,মাওলানা হেকমত আলী,মাওলানা নুর সািদ আল জালালী,মাওলানা এ এফ এম জাফর সাদিক, মাওলানা কারামত আলী,মাওলানা আনোয়ারুল আজম,মাওলানা ইব্রাহিম খলিল, শেখ মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
