ওয়াসিম ফারুক, বিশেষ প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিম সমাজ টোকিওস্ত ভারতীয় দূতাবাসের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে ।
জাপান পুলিশের পূর্বানুমতি নিয়ে ১৭ জুন শুক্রবার জুম্মা নামাজ শেষে বেলা ২ টায় টোকিওর চিয়োদা সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে জাপান মুসলিম কমিউনিটির ব্যানারে সমাবেশের নিদিষ্ট সময় নির্ধারণ থাকলেও দুপুর থেকেই প্রবাসীরা জড়ো হ’তে শুরু করেন। জুম্মা নামাজের পর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভাষায় পোস্টার ব্যানার নিয়ে মুসল্লিদের আগমনে পুরো এলাকা যেনো মুসলিমদের নগরীতে পরিণত হয়। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সুত্রে সহস্রাধিক মুসলিম প্রতিবাদ সমাবেশে যোগদান করে বলে জানা যায়।
প্রতিবাদ সমাবেশে যোগদানকারী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা স্ব স্ব দেশের পতাকা নিয়ে নিজ নিজ ভাষার পাশাপাশি জাপানী এবং ইংরেজী ভাষায় লিখা পোষ্টার নিয়ে সংহতি জানাতে দেখা গেছে। বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য’র নিন্দা জানিয়ে পুর শর্মাকে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। কেহ কেহ আবার ফাঁসির দাবী তুলেন ।
২ টা থেকে ৪ টা পর্যন্ত নিদিষ্ট থাকলেও লোক সমাগম বেশী হওয়ায় এবং সবাইকে সুযোগ দেয়ার সুবিদার্থে বিকেল ৫ টা পর্যন্ত সময় বর্ধিত করা হয় ।
উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।