ছবি ইনস্টাগ্রামে আপলোড হতেই মুখ খোলেন নেটিজেনরা। ‘মায়ের মতো জামাকাপড় পরতে শুরু করুন৷ এরম অবস্থায় থাকলে আপনার মেয়েও আপনাকে সম্মান দেবে না’ এই ধরনের কমেন্ট–এ ভরে গেছে বক্স৷ যদিও কয়েকজন সানির সমর্থনে কথা বলেছে৷ অনেকেই লিখেছেন, ‘ছবিতে নগ্নতার ওপর এত মন দেওয়া কেন হচ্ছে বুঝতে পারছি না৷ মেয়ের সঙ্গে একটা বিশেষ দিনে সানি এবং ড্যানিয়াল কীরকম ছবি দেবে সেটাও কি ওরা সবাইকে জিজ্ঞেস করে দেবেন?’ কয়েকজন এও লিখেছেন, ‘মোবাইলে লুকিয়ে লুকিয়ে পর্ন দেখার সময় তো এত লাজলজ্জা আসে না? সানির স্তন তো দেখা যাচ্ছে না৷ তাহলে এতো অসুবিধা কোথায়? লুকিয়ে নোংরা কাজ করতে তো সবারই ভালো লাগে৷ আমি অন্তত ছবিটাতে কোনও নোংরামো দেখতে পাচ্ছি না৷’ তবে সমর্থকদের থেকে ট্রোলারদের সংখ্যা বেশি৷
তাদের মতে, ছবিটা তো এমনিও দেওয়া যেত, এভাবে নগ্ন হয়ে দেওয়ার কি ছিল! আর নিজের মেয়েকে এভাবে প্রপ হিসেবে ব্যবহার করা কি উচিত? কিছু নেটিজেন সানির পরিবারকে নোংরা পরিবার বলেও সম্বোধন করেছেন৷ ড্যানিয়ালকেও ট্যাগ করে অনেকে লিখেছেন, ‘অতীতকে পেছনে ফেলে যখন এগিয়েই এসেছেন তাহলে বারবার সেটাকে টেনে আনছেন কেন? আপনার স্ত্রীয়ের এধরণের ছবি আপনিই বা কী করে আপলোড করলেন?’ তবে এইসব কমেন্টের মাঝে একজন লিখেছে যে সানি নগ্ন অবস্থায় নেই৷ নিশার চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সানি একটি স্কিন কালারের অব শোল্ডার পোশাক পরে রয়েছেন৷