স্টাফ রিপোর্টারঃ ২৮ সেপ্টেম্বর (সোমবার)রাত ৮ টায় খিলক্ষেত বাজার আওয়ামী লীগ অফিস কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ এর আয়োজন করেছেন খিলক্ষেত থানা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ । ১৯৪৭ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। সারাদেশের মত নানা কর্মসূচির মধ্য দিয়ে খিলক্ষেত থানা আওয়ামীলীগ ও ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠন জন্মদিনটি পলন করেছেন।দিনটি পালন উপলক্ষে সোমবার রাত ৮টায় খিলক্ষেত থানা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ শেষে এশার নামাজের পর খাবার আয়োজন করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন বাটারা থানা আওয়ামী লীগ সভাপতি ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইসহাক নিয়া, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজ্বী আসলাম উদ্দিন, সহসভাপতি এ্যাড,আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জী,কার্যকরি সদস্য মাসুম বিল্লা, নুরুজ্জামান দর্জী,সাধারণ সম্পাদক কাজি আমিনুল ইসলাম,৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে একই কার্যালয়ে খিলক্ষেত থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ এর আয়োজন করেছেন এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন,৯৬নং ওয়ার্ড সভাপতি ইসলাম,৪৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ সকল নেতা কর্মী উপস্থিত ছিলে।তার পরপরই মহিলালীগ কেক কেটে দিনটি পালন করেন খিলক্ষেত বাজার আওয়ামীলীগ কার্যালয়ে ।
অপর দিকে খিলক্ষেত থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও ডুমনী ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম ভূঁইয়া তার অস্থায়ী কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পরে দলীয়ভাবে সকলে মিলে কেক কেটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন। অন্য দিকে ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোমেন মিয়া দলিয় কার্যালয়ে নেতা কর্মীদের নিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন।তারই পাশাপাশি ইউনিট মস্তুল আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দিনটি পালন করেছ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপস্হিত সকলেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।