ইমদাদুল হকঃ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পাইকগাছার কপিলমুনি বাজার এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৫ টার দিকে তিনি কপিলমুনি বাজারের প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধু কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কপিলমুনি বাজার, ঐতিহাসিক স্মৃতিসৌধ (বধ্যভূমি), ইউনিয়ন ভূমি অফিস, ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ, চা পট্টি, মাছ বাজার, মাংস পট্টি, চাঁদনীসহ রায় সাহেবের বাড়ীটি সরেজমিনে পরিদর্শন করেন। একইভাবে তিনি কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর মানিকতলা মাদ্রাসাটি পরিদর্শন করেছেন। তা’ছাড়া কপিলমুনি ইউনিয়নের নতুন পুরাতন ঐতিহ্যবাহী স্থান গুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন বাচ্ছু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা কাজী তোকারম হোসেন টুকু, কপিলমুনি ভুমি অফিসের ইউএলও মোঃ জাকির হোসেন, স্থানীয় সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা।