রাজবাড়ী সদর উপজেলায় এক বছরের এক কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা বিলপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটির নাম সুরাইয়া আক্তার।ঘটনা পর থেকেই পলাতক রয়েছে শিশুটির মা হনুফা বেগম ওরুফে (সুমি)।
দুপুরে স্থানীয় মজিদের পুকুর থেকে শিশুটির নানি রওশন আরা বেগম মৃত অবস্থায় শিশু সুরাইয়াকে উদ্ধার করেছেন।
শিশুটির নানী রওশন আরা জানান, সুমিকে দেখালাম নাতনিকে নিয়ে শুয়ে আছে। আমরা বাইরেই কাজ করছিলাম। হঠাৎ কেন এমন হলো বুঝে উঠতে পারছিনা। পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আমার নাতনিকে মৃত ঘোষণা করেন। বাড়িতে ফিরে আর সুমিকেও খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, দুই বছর আগে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে হনুফা বেগম ওরুফে (সুমি)র বিয়ে হয় রাজবাড়ী থানার আলমগীর হোসেনের সঙ্গে। গত ৬ মাস আগে সুমি তার বাবার বাড়ি আসে। কিন্তু আর স্বামীর বাড়ি যায়নি।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।