করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের মাঠ পর্যায়ের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) রঘুনাথ রায় (৪৮)। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।
বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রঘুনাথ রায়ের করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ৬ জন সদস্য মৃত্যুবরণ করলেন।