মুসতাক মুকুল: দেশে করোনা ভাইরাস নিত্য নতুন রেকর্ড গড়ছে । আজ করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯১১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৭ জন। মোট মারা গেছেন ৭০৯ জন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২ হাজার ৭০৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ১১ হাজার ৪৩৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭টি নমুনা।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ১২০ জন সুস্থ হলেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা।